আমার কি কর দিতে হবে?
আপনার যদি ইটিন থাকে এবং আপনার ইনকাম যদি করমুক্ত সীমা অতিক্রম না করে তবে “শূন্য” রিটার্ন দাখিল করবেন। আর আপনার বাৎসরিক আয় যদি করমুক্ত সীমা অতিক্রম করে তাহলে আপনাকে আপনার আয় অনুযায়ী কর প্রদান করতে হবে।
ইটিন খুলতে চান?
অনুগ্রহপূর্বক আপনার ইটিন সার্টিফিকেট এর জন্য এনবিআর ওয়েবসাইট টি ভিসিট করুন: https://secure.incometax.gov.bd/TINHome
ইটিন থাকলেই কি কর দিতে হবে?
ইটিন থাকেলেই কর দিতে হবে। শুধু ২ টি ব্যতিক্রম : ১. জমি বিক্রির সময় eTIN নেয়া হলে , ২. ক্রেডিট কার্ড নেয়ার সময় eTIN নেয়া হলে। আপনার যদি করযোগ্য ইনকাম থাকে তবেই কর দিবেন। আপনার ইনকাম কর এর সীমা অতিক্রম না করলে, আপনি শূন্য রিটার্ন দাখিল করবেন। এছাড়া কিছু ক্ষেত্রে আপনার ইনকাম না থাকলেও আপনাকে বাধ্যতামূলক রিটার্ন দাখিল করতে হবে। আরো বিস্তারিত জানতে আমাদের ট্যাক্সহেল্প নম্বরে যোগাযোগ করতে পারেন: 01725-744535 ।
ইটিন বাতিল করতে চাচ্ছেন?
আপনি আপনার টিন-এ উল্লেখিত সার্কেলের উপকর কমিশনারের নিকট টিন বাতিলের জন্য আবেদন করতে পারেন। সেখানে বাতিলের কারন উল্লেখ করতে হবে। পরে উপকর কমিশনার মনে করলে আপনাকে শুনানিতে ডাকতে পারেন। অথবা আপনার আবেদনে সন্তুষ্ট হয়েও টিন বাতিল করতে পারেন।
বিদেশে থাকলে কিভাবে রিটার্ন জমা দিবেন?
যারা দেশের বাইরে থাকেন কিন্তু আয়কর রিটার্ন দাখিলের সময় আসতে পারেন না তারা যে দেশেই থাকেন না কেন সে দেশে বাংলাদেশী দূতাবাস বা মিশনে তাদের আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।
ফ্রীল্যান্সাররা কিভাবে আয়কর দিবেন?
আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন অনলাইন ট্রান্সফারের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বৈদেশিক মুদ্রা জমা হয়। যেহেতু বৈদেশিক আয় ট্যাক্স ফ্রি, তাই আপনাদের কর দিতে হবে না কিন্তু বৈদেশিক ইনকাম দেখিয়ে রিটার্ন জমা দিতে হবে।
জিরো বা শূন্য রিটার্ন কি ?
আপনার বাৎসরিক ইনকাম যদি করযোগ্য না হয় অর্থাৎ আপনার ইনকাম আছে কিন্তু তা কর এর আওয়তায় পরে না এবং আপনার ই-টিন আছে। এই ক্ষেত্রে আপনাকে এনবিআর এর নিয়ম অনুযায়ী জিরো বা শূন্য রিটার্ন দাখিল করতে হবে। শুধু আপনার ইনকাম এর উৎস দেখিয়ে রিটার্ন সাবমিট করবেন। নতুন করদাতা কখন হবেন? এবং করদাতা হলে সরকার থেকে কি কি সুবিধা পাবেন http://blog.bdtax.com.bd/creating-etin/